চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৩ জনের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে তিন জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ মে) বিকাল সাড়ে ৫টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে সদর উপজেলার শাজাহানপুর, দেবীনগর ও চরবাগাডাঙ্গা ইউনিয়নে বজ্রাঘাতে তাদের মৃত্যু হয়।

মারা যাওয়া তিন জন হলেন- শাজাহানপুর ইউনিয়নের দামোদার ভোলাপাড়া এলাকার মফিজ উদ্দিনের ছেলে জাহাঙ্গীর (৩৫), দেবীনগর ইউনিয়নের নামোহর এলাকার মোজ্জামেল হকের ছেলে ইসারুল (৪২) ও চরবাগডাঙ্গা ইউনিয়নের সোনাপট্টি এলাকার ফরিদ উদ্দিনের ছেলে রফিক ইসলাম (৩৫)।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি সাজ্জাদ হোসেন জানান, বিকাল থেকে সন্ধ্যায় বৃষ্টির সময় বজ্রাঘাত হলে এসব মৃত্যুর ঘটনা ঘটে। ইসারুল পদ্মায় মাছ ধরার সময়, সাইকেলযোগে বাসায় ফেরার পথে শাজাহানপুর ইউনিয়নের হরিশপুর গ্রামের চাঁদতারা মসজিদের সামনে দাঁড়ানো অবস্থায় জাহাঙ্গীর ও রফিকুল ধান কাটার সময় বজ্রাঘাতে মারা যান। পরে স্থানীয়দের সহায়তায় লাশগুলো উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মৌদুদ আলম খাঁ জানান, বজ্রাঘাতে মারা যাওয়াদের পরিবারকে ২০ হাজার টাকা করে প্রশাসনের পক্ষ থেকে দেওয়া হবে।