স্ত্রী-সন্তানকে নৃশংসভাবে হত্যা, একজনের মৃত্যুদণ্ড

জয়পুরহাটের ক্ষেতলালের হাঁপানিয়া নয়াপাড়া গ্রামে প্রতিবেশীকে ফাঁসাতে স্ত্রী-সন্তানকে হত্যার দায়ে এক আসামির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৮ মে) দুপুরে জয়পুরহাট অতিরিক্ত দায়রা জজ ২য় আদালতের বিচারক মো. আব্বাস উদ্দীন এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আসামি হলেন উপজেলার হাঁপানিয়া গ্রামের রেজাউল করিম ভাদু। মৃত্যুদণ্ডের পাশাপাশি তাকে ১০ হাজার টাকা জরিমানাও করেছেন বিচারক। সেই সঙ্গে মামলায় উল্লিখিত দুজনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস দেওয়া হয়েছে।

মামলার বিবরণ থেকে জানা গেছে, ২০০৫ সালের ১৮ এপ্রিল স্ত্রী আঙ্গুরি বেগম (৪৫) ও পাঁচ বছরের সন্তান হিটলারকে হত্যা করে রেজাউল করিম ভাদু। এরপর সে পালিয়ে যায়। এ ঘটনায় নিহত নারীর ভাই মোজাহার আলী বাদী হয়ে ওই দিনই ক্ষেতলাল থানায় মামলা করেন। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা আসামি রেজাউল করিম,  ইব্রাহিম ও লিলি বেগমের নামে নামে একই বছরের ৯ আগস্ট আদালতে অভিযোগপত্র দেন।

বিবরণে আরও বলা হয়, আসামি একই গ্রামের ইসমাইল হোসেনকে ফাঁসানোর জন্য এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। তার বিরুদ্ধে আদালতে আরও দুটি হত্যা মামলা চলমান রয়েছে।

এসব তথ্য নিশ্চিত করেছেন মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন নৃপেন্দ্রনাথ মন্ডল। আসামিপক্ষে আইনজীবী ছিলেন আবু তাহের সরদার।