ছাত্রলীগ নেতা হত্যা: নলডাঙ্গা উপজেলা চেয়ারম্যান বরখাস্ত

ছাত্রলীগ নেতা জামিউল আলীম জীবন হত্যা মামলায় অভিযুক্ত হওয়ায় নাটোরের নলডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বুধবার (১৪ জুন) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপসচিব সাইফুল ইসলাম মজুমদার স্বাক্ষরিত এক চিঠিতে এই তথ্য জানানো হয়। 

আদেশে বলা হয়, আসাদের বিরুদ্ধে ওই মামলার অপরাধ বিচারিক আদালতে সিএস গৃহিত হওয়ায় তাকে উপজেলা পরিষদ আইন ১৯৯৮, সংশোধন আইন ২০১১ এর ১৩(খ) অনুযায়ী সাময়িকভাবে বরখাস্ত করা হলো।

নলডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করায় উপজেলা পরিষদের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য চেয়ারম্যানের অনুপস্থিতিতে প্যানেল চেয়ারম্যান-১ শিরিনা আক্তারকে পরিষদের আর্থিক ক্ষমতা প্রদান করার আরেকটি চিঠি দেওয়া হয়েছে।

নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজিনা আক্তার আদেশের কপি পাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত জীবনের চাচা ফখরুদ্দীন ফুটু জানান, তিনি আদেশের কপি পেয়েছেন। আসাদের বিরুদ্ধে ওই পদক্ষেপ নেওয়ায় তিনি সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান।

সাময়িক বরখাস্ত উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ বলেন, ‘আমি মন্ত্রণালয় থেকে জারি করা বরখাস্তের চিঠি এখনো হাতে পাইনি। চিঠি হাতে পেলে উচ্চ আদালতে আপিল করবো।

ফেসবুক লাইভে বক্তব্য দেওয়ার ক্ষোভে গত বছরের ১৯ সেপ্টেম্বর আসাদ ও তার দুই ভাই জীবনকে মারধর করে। এমন অভিযোগে জীবনের মা বাদী হয়ে পরদিন আসাদসহ তিন জনের বিরুদ্ধে মামলা করেন। ২৩ সেপ্টেম্বর রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জীবন মারা গেলে মামলাটি হত্যা মানলা হিসেবে গণ্য হয়। ওই মামলায় আসাদসহ সবাই এখন জামিনে রয়েছেন।