রাজশাহীতে বিদ্যুৎস্পৃষ্টে ২ জনের মৃত্যু

রাজশাহীতে বিদ্যুৎস্পৃষ্টে দুই জনের মৃত্যু হয়েছে। জেলার মোহনপুরে ও তানোরে এ ঘটনা ঘটেছে। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা।

জানা গেছে, মোহনপুরের খাঁড়তা গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে খোরশেদ আলম (৪০) নামের এক পুকুর পাহারাদারের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৫ আগস্ট) রাতে পুকুর পাহারা দিতে গেলে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের কুড়ানোর ছেলে।

মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরিদাস মণ্ডল বলেন, মৃতের পরিবারের অভিযোগ না থাকার কারণে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়। থানায় অপমৃত্যু মামলা করা হয়েছে।

রাজশাহীর তানোরে পোলে উঠে সংযোগের সংস্কারকাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে পল্লী বিদ্যুতের এক কর্মীর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার বিকাল ৩টার দিকে উপজেলার পাঁচন্দর ইউপির চিমনা গ্রামের মোড়ে। মৃত আমিনুল ইসলাম (৩৮) তালন্দ ইউপির ৭ নম্বর ওয়ার্ড কৃষক লীগের সভাপতি দেবিপুর গ্রামের মৃত আহাদ আলী সোনারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আমিনুল ইসলাম চিমনা গ্রামের মোড়ে পল্লী বিদ্যুতের পোলে উঠে সংযোগ মেরামতের কাজ করছিলেন। হঠাৎ বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম জানান, ‘মৃতের পরিবারের কোনও অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।’