জয়পুরহাটে পর্নোগ্রাফি সংরক্ষণ ও বিক্রয় চক্রের চার সদস্য আটক

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আটাপাড়া বাজার থেকে পর্নোগ্রাফি সংরক্ষণ ও বিক্রয় চক্রের চার সদস্যকে আটক করেছে র‌্যাব।

আটককৃতরা হলেন পাঁচবিবি উপজেলার ভিমপুর গ্রামের আক্কাস আলীর ছেলে রাসেল হোসেন (৩৯), আটাপাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে ইমরান হোসেন (৩৪), মৃত দুলাল মিয়ার ছেলে সোহাগ বাবু (২০), উত্তর গোপালপুর গ্রামের মৃত শহিদুলের ছেলে আব্দুর রহিম সরদার (২৫)।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকাল ১০টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট র‌্যাব-৫ সিপিসি-৩ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর শেখ সাদিক।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার (২৯ নভেম্বর) রাতে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আটাপাড়া বাজারে বিশেষ অভিযান পরিচালনা করে পর্নোগ্রাফি ভিডিও সরবরাহকারী  চার জনকে আটক করা হয়েছে। আটককৃতরা আটাপাড়া বাজারস্থ তাদের দোকানের নিজস্ব কম্পিউটারের হার্ডডিস্কে অশ্লীল সিনেমা ও গানের ভিডিও ক্লিপ আপলোড ব্যবসার পাশাপাশি পর্নোগ্রাফি সংরক্ষণ করে টাকার বিনিময়ে বিভিন্ন ইলেকট্রিক ডিভাইসের মাধ্যমে স্থানীয় কিশোর ও স্কুলপডুয়া ছাত্রদের সরবরাহ করতো।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫, সিপিসি-৩ এর একটি গোয়েন্দা দল অশ্লীল সিনেমা ও গানের ভিডিও ক্লিপ আপলোড ব্যবসার পাশাপাশি পর্নোগ্রাফি সরবরাহের বিষয়টি তদন্ত শুরু করে এবং এর সত্যতা পায়।

পরবর্তী সময়ে র‌্যাব-৫, সিপিসি-৩ এর একটি দল বুধবার ওই বাজারে বিশেষ অভিযান পরিচালনা করে অভিযুক্ত পর্নো ব্যবসায়ীদের আটক করতে সক্ষম হয়।

পরবর্তী সময়ে আটক আসামিদের জয়পুরহাট পাঁচবিবি থানায় হস্তান্তর করা হয়েছে।