গান বাজিয়ে ট্রাকচালককে কুপিয়ে হত্যা, স্ত্রী ও তার বন্ধু কারাগারে

বগুড়ার শিবগঞ্জে রুবেল মিয়া (৩০) নামে এক ট্রাকচালককে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা হয়েছে। নিহতের মা জামিলা বিবি বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকালে অজ্ঞাতদের আসামি করে শিবগঞ্জ থানায় এই হত্যা মামলা করেছেন। বুধবার হত্যায় জড়িত সন্দেহে নিহতের স্ত্রী সীমা বেগম (২৭) ও তার বন্ধু খায়রুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। 

এর আগে মঙ্গলবার রাতে উপজেলার সদর ইউনিয়নের চাওলাপাড়া গ্রামের বাড়িতে সাউন্ডবক্সে উচ্চশব্দে গান বাজিয়ে রুবেলকে কুপিয়ে ও শ্বাসরোধে হত্যা করা হয়। বুধবার (১৩ ডিসেম্বর) দুপুরে নিজ ঘরের শয়নকক্ষ থেকে লাশ উদ্ধার করা হয়। 

রুবেল মিয়া চাওলাপাড়া গ্রামের মৃত জামাত আলীর ছেলে। নিহতের স্বজনদের দাবি, রুবেলের স্ত্রী বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন। এ জন্য ভাড়াটে খুনি দিয়ে স্বামীকে হত্যা করিয়েছেন।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, রুবেল মিয়ার সঙ্গে ১২ বছর আগে প্রতিবেশী সুলতান মিয়ার মেয়ে সীমা বেগমের বিয়ে হয়। তাদের সংসারে আট বছরের এক ছেলে রয়েছে। দাম্পত্য কলহের কারণে এক বছর ধরে বাবার বাড়িতে থাকেন সীমা। তবে রুবেল নিজ বাড়িতে থাকতেন। পাশাপাশি বাড়ি হওয়ায় মাঝে মধ্যে স্বামীর বাড়িতে আসতেন স্ত্রী। মঙ্গলবার রাতে শয়নকক্ষে ঢুকে ছুরিকাঘাত ও শ্বাসরোধে রুবেলকে হত্যা করে দুর্বৃত্তরা। বুধবার সকালে শয়নকক্ষে তার রক্তাক্ত লাশ পাওয়া যায়।

রুবেলের বড় বোন মমতা বেগম ও ভাই রজব আলী জানান, সীমা এক ব্যক্তির সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন। এ কারণে এক বছর ধরে স্ত্রী বাবার বাড়িতে থাকেন। তাদের ধারণা, তার স্ত্রী ভাড়াটে খুনি দিয়ে এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন। মঙ্গলবার সারা রাত রুবেলের বাড়িতে সাউন্ডবক্সে উচ্চশব্দে গান বেজেছে, যাতে ভাইয়ের চিৎকার বাইরে না যায়। ওই সময়ে হত্যাকাণ্ড ঘটেছে।

শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) জিল্লুর রহমান বলেন, নিহতের মা অজ্ঞাতদের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন। হত্যায় জড়িত সন্দেহে রুবেলের স্ত্রী সীমা বেগম ও তার বন্ধু একই এলাকার ইউনুস আলীর ছেলে খায়রুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে বগুড়া কারাগারে পাঠানো হয়েছে। প্রয়োজনে তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।’