বাসের নিচে ঢুকে যাওয়া মোটরসাইকেলে আগুন, পুড়লো দুটি যানই

পাবনার ঈশ্বরদী উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসের নিচে ঢুকে গেছে একটি মোটরসাইকেল। এতে মোটরসাইকেলের জ্বালানির ট্যাংক ফেটে আগুন ধরে পুড়ে গেছে বাসটিও। এ ঘটনায় মোটরসাইকেলচালক আহত হয়েছেন। তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (২৫ ডিসেম্বর) বিকাল ৪টার দিকে ঈশ্বরদী-বাঘা আঞ্চলিক সড়কের ভাদুর বটতলা তেল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। আগুনে বাস ও মোটরসাইকেলটি পুড়ে গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাজশাহীর বাঘা থেকে বাসটি ঈশ্বরদীতে যাচ্ছিল। ভাদুর বটতলা তেল পাম্পের সামনে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বাসের নিচে ঢুকে যায়। সেইসঙ্গে মোটরসাইকেলের জ্বালানির ট্যাংক ফেটে আগুন ধরে। সেখান থেকে আগুন ধরে যায় বাসে। আগুন দেখে বাসের চালক-হেলপার ও যাত্রীরা দ্রুত নেমে যান। তবে মোটরসাইকেলচালক আহত হন।

ঈশ্বরদী ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর অপু কুমার মন্ডল বলেন, ‌‘বাসে অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে ঘটনাস্থলে কাউকে আহত অবস্থায় পাওয়া যায়নি। মোটরসাইকেলের জ্বালানির ট্যাংক ফেটে আগুন ধরেছিল। সেই আগুন বাসে লেগে দুটি যানই পুড়ে যায়।’

ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বলেন, ‘মোটরসাইকেলটি দ্রুতগতিতে আসায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসের নিচে ঢুকে ট্যাংক ফেটে আগুন ধরে যায়। মোটরসাইকেলচালককে গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি তদন্ত করে জেনেছি, এটি কোনও নাশকতা নয়, দুর্ঘটনা।’