বগুড়ায় পিকআপের চাপায় অটোরিকশাচালকসহ ২ জন নিহত

বগুড়ায় পিকআপের চাপায় সিএনজিচালিত অটোরিকশাচালকসহ দুই জন নিহত হয়েছেন। বুধবার (৩ জানুয়ারি) সকালে সদর উপজেলার নওদাপাড়া এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ কুন্দারহাট থানার ওসি আব্বাস আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন অটোরিকশাচালক বগুড়া শিবগঞ্জ উপজেলার দক্ষিণ শ্যামপুর গ্রামের ইউসুফ আলীর ছেলে মোখলেসুর রহমান (৫০) ও যাত্রী একই উপজেলার সচিয়ানী পশ্চিমপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে রফিকুল ইসলাম (৫২)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, চালক মোখলেসুর রহমান বুধবার সকালে শিবগঞ্জ থেকে অটোরিকশায় তিন জন যাত্রী নিয়ে বগুড়া শহরের দিকে আসছিলেন। পথিমধ্যে বগুড়া সদর উপজেলার নওদাপাড়া এলাকায় মহাসড়কে পৌঁছলে রংপুরগামী পিকআপের (ঢাকা মেট্রো-ন-১৯-২২১৪) চালক নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই চালক মোখলেসুর রহমান ও যাত্রী রফিকুল ইসলাম নিহত ও বাকি দুজন আহত হন। তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাইওয়ে পুলিশ কুন্দারহাট থানার ওসি আব্বাস আলী জানান, দুর্ঘটনাকবলিত পিকআপ ও অটোরিকশা জব্দ করা হয়েছে। নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।