বাসার দরজা ভেঙে মহিলা লীগ কর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার

বগুড়ার ধুনট উপজেলায় মুন্নী আক্তার (২৫) নামে মহিলা আওয়ামী লীগের এক কর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৯ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার এলাঙ্গী ইউনিয়নের টাওয়ারপট্টি এলাকার ভাড়া বাসায় সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। 

মুন্নী আক্তার এলাঙ্গী ইউনিয়নের পশ্চিমপাড়া গ্রামের মো. মোয়াজ্জেম হোসেনের মেয়ে। উপজেলা মহিলা আওয়ামী লীগের সক্রিয় কর্মী ছিলেন তিনি।

ধুনট থানার ওসি সৈকত হাসান বলেন, ‘লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে জানা যাবে, এটি হত্যা নাকি আত্মহত্যা। তার মৃত্যুর বিষয়ে কেউ কিছু আমাদের জানাতে পারেনি।’

প্রতিবেশী ও পারিবারিক সূত্রে জানা গেছে, প্রথম স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি হওয়ার পর পাঁচ বছরের মেয়েকে নিয়ে বাবার বাড়িতে থাকতেন মুন্নী। এক বছর আগে ব্রাহ্মণবাড়িয়ার এক সৌদিপ্রবাসীর সঙ্গে বিয়ে হয়। চার মাস আগে স্বামী বিদেশে যান। পরে এলাঙ্গী ইউনিয়নের টাওয়ারপট্টি এলাকায় বাসা ভাড়া নেন। সেখানে মেয়েকে নিয়ে থাকতেন। বাবার বাড়ি কাছাকাছি হওয়ায় রবিবার বিকালে মেয়ে নানার বাড়ি যায়। সোমবার সকালে বাসায় এসে দরজা বন্ধ দেখে নানার বাড়ি ফিরে যায়। দুপুরে পাশের বাসার লোকজন জানালা দিয়ে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো লাশ দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে বিকালে দরজা ভেঙে লাশ উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

ধুনট উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুলতানা জাহান বলেন, ‘মুন্নী দলের কোনও পদে না থাকলেও সক্রিয় কর্মী ছিলেন। তার মৃত্যুর কারণ নিশ্চিত হতে পারিনি। খোঁজখবর নিচ্ছি।’

মৃত্যুর কারণ জানার চেষ্টা করছে পুলিশ উল্লেখ করে ওসি সৈকত হাসান বলেন, ‘মুন্নীর প্রতিবেশীদের সঙ্গে কথা বলেছি। কেউ কিছু বলতে পারছেন না। স্বজনদের খবর দেওয়া হয়েছে। দুই রুমের বাসায় মেয়েকে নিয়ে থাকতেন। সেখান থেকে কিছু আলামত সংগ্রহ করেছি আমরা। সেগুলো সামনে রেখে তদন্ত চলছে।’