চলন্ত বাস থামিয়ে তল্লাশি, সুপারভাইজারের কোমরে এক হাজার পিস ইয়াবা

রাজশাহীতে এক হাজার পিস ইয়াবাসহ গ্রামীণ ট্রাভেলস বাসের সুপারভাইজারকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের গোয়েন্দা দল। সোমবার (১৯ ফেব্রুয়ারি) নগরীর উপকণ্ঠ কাটাখালী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার বাসের সুপারভাইজারের নাম মো. পায়েল (৪৩)। তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর থানার মহারাজপুর মিয়াপাড়া গ্রামের মৃত আবদুস সাত্তারের ছেলে। সোমবার (১৯ ফেব্রুয়ারি) রাতে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে জানানো হয়, কক্সবাজার থেকে চাঁপাইনবাবগঞ্জগামী গ্রামীণ ট্রাভেলসের একটি বাস কাটাখালী এলাকার বাংলা ট্র্যাক ক্রিকেট একাডেমির সামনে এলে থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় বাসের সুপারভাইজার পায়েলের কোমরের বেল্টে গুঁজে রাখা টিস্যু পেপার ও স্কচ টেপ দিয়ে মুড়িয়ে রাখা অবস্থায় তা জব্দ করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এগুলো মিথাইল অ্যামফিটামিনযুক্ত। প্রতিটি প্যাকেটে ২০০ পিস করে ইয়াবা ছিল। মোট পাঁচটি প্যাকেট উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য তিন লাখ টাকা। তাকে কাটাখালী থানায় প্রেরণ করা হয়েছে। সেখানে তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে।