ঘরে আগুন, অন্যরা বেরোতে পারলেও পুড়ে মারা গেলেন বৃদ্ধা

বগুড়ার গাবতলীতে বাড়িতে লাগা আগুনে দগ্ধ হয়ে কাবাশী বেওয়া (৭৫) নামে এক বৃদ্ধা মারা গেছেন। এ সময় তিনটি বসতঘর ও দুটি গরু পুড়ে মারা গেছে। সোমবার (১৯ ফেব্রুয়ারি) মধ্যরাতে উপজেলার বালিয়াদীঘির কলাকোপা গ্রামে এ ঘটনা ঘটে।

গাবতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, গোয়ালঘরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার রাত সাড়ে ১২টার দিকে বগুড়ার গাবতলী উপজেলার বালিয়াদীঘির কলাকোপা গ্রামের মোস্তাফিজার রহমানের বসতবাড়িতে আগুন লাগে। আগুনে তার তিনটি বসতঘর ও একটি গোয়ালঘর পুড়ে যায়। ফায়ার সার্ভিসের কর্মী ও গ্রামবাসীরা আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় অন্যরা ঘর থেকে বের হতে পারলেও মোস্তাফিজার রহমানের বৃদ্ধা শাশুড়ি কাবাশী বেওয়া আটকা পড়েন। আগুনে পুড়ে তিনি মারা যান।

এ ছাড়া গোয়ালঘরে থাকা দুটি গরু পুড়ে মারা গেছে ও একটি দগ্ধ হয়েছে। নিহত কাবাশী বেওয়া কলাকোপা গ্রামের নসির উদ্দিনের স্ত্রী। মোস্তাফিজার জানান, আগুনে তার অন্তত ছয় লাখ টাকার ক্ষতি হয়েছে।

গাবতলী থানার ওসি আবুল কালাম আজাদ জানান, গোয়ালঘরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এ পাশের তিনটি ঘরে আগুন ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের কর্মী ও গ্রামবাসীরা আগুন নিভিয়ে ফেললেও ঘরে আটকা পড়ে পুড়ে কাবাশী বেওয়া মারা গেছেন। বৃদ্ধার সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।