সরকার নির্ধারিত দামে গরুর মাংস বিক্রি করবেন না নওগাঁর ব্যবসায়ীরা

সরকার নির্ধারিত মূল্যে গরুর মাংস বিক্রি করতে চান না নওগাঁর ব্যবসায়ীরা। এ জন্য তারা গরুর মাংস বিক্রি বন্ধ করে রেখেছেন। জেলার ব্যবসায়ীরা জানান, সরকার নির্ধারিত মূল্য ৬৬৫ টাকা কেজি দরে লোকসান দিয়ে মাংস বিক্রি করা তাদের পক্ষে সম্ভব না। 

মাংস ব্যবসায়ীরা সোমবার (১৯ মার্চ) জেলা প্রশাসকের সঙ্গে দেখা করে কিছুটা বেশি মূল্যে বিক্রি করার অনুমতি চান। জেলা প্রশাসক গোলাম মওলা তাদের বলেন, রমজান মাসে সাধারণ মানুষদের ক্রয়ক্ষমতা সহজ করতে সরকার এই মূল্য নির্ধারণ করে দিয়েছে। এ বিষয়ে আমার কিছু বলার বা করার নাই।

ব্যবসায়ীরা সেখান থেকে ফিরে এসে মঙ্গলবার থেকে মাংস বিক্রি সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছেন।

মাংস বিক্রেতা রাব্বী বলেন, বেশি মূল্যে গরু কেনার কারণে সাড়ে ৭০০ টাকা কেজির নিচে মাংস বিক্রি করা কোনোভাবেই সম্ভব না। তাই বাধ্য হয়ে গরু জবাই ও মাংস বিক্রি বন্ধ করে দিতে হয়েছে।