রাজশাহীতে আটক তিন জেএমবি সদস্যকে থানায় হস্তান্তর, মামলা দায়ের


রাজশাহীতে আটক তিন জেএমবিরাজশাহীর বাগমারা উপজেলা অভিযানে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) আটক তিন সদস্যকে বাগমারা থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে র‌্যাব-৫। রবিবার বিকেল চারটার দিকে র‌্যাব ওই তিনজনকে থানায় হস্তান্তর করে। তাদের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয়েছে। বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, র‌্যাব-৫ এর উপ-সহকারী পরিচালক নাজমুল বাদী হয়ে বিস্ফোরক আইনে মামলা দায়ের করেছেন। আগামীকাল (সোমবার) তাদের আদালতে হাজির করা হবে।
উল্লেখ, রবিবার ভোর ৫টার দিকে র‌্যাব-৫ এর রাজশাহী রেলওয়ে কলোনির একটি অপারেশন দল বাগমারা উপজেলার পূর্ব সপুনাপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন, গোপালগঞ্জ সদরের আমিনুর রহমান (৩৫), ময়মনসিংহের ফুলপুর উপজেলার শিলপুর গ্রামের আবু সাঈদ মানিক (২৮) এবং চাঁদপুর সদরের মহিষাদি এলাকার পিএম শাহেন শাহ (৩০)। তাদের কাছ থেকে ১৬টি ককটেল, ৭টি পেট্রোলবোমা ও ৮টি জিহাদি বই উদ্বার করা হয়েছে।

/এএইচ/