স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে ছেলে, রান্নাঘরে পুড়ে মারা গেলেন মা

বগুড়ায় ছেলের বাড়িতে বেড়াতে এসে গ্যাসের চুলায় রান্নার সময় শরীরে আগুন লেগে সোনাবান বিবি (৮৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকালে শহরের বিসিক শিল্পনগরীর আবাসিক এলাকার ভাড়া বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর রেদওয়ানুর রহিম জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে সদর থানায় অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত সোনাবান বিবি জামালপুরের বকশিগঞ্জ উপজেলা মদনচরের মৃত মোজাম্মেল হকের স্ত্রী। তার তিন ছেলে ও দুই মেয়ে। ছেলে শফিকুল ইসলাম বগুড়ায় হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াক্ফ) বাংলাদেশে চাকরি করেন। পরিবার নিয়ে শহরের বিসিক শিল্পনগরীর আবাসিক এলাকায় ভাড়া বাড়িতে বসবাস করেন। মা সোনাবান বিবি কিছুদিন আগে ছেলের বাড়িতে বেড়াতে এসেছেন। বৃহস্পতিবার সকালে রান্না করার সময় অসাবধানতাবশত শরীরে আগুন লেগে যায়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। পুরো শরীর আগুনে পুড়ে বৃদ্ধার মৃত্যু হয়।

নিহতের ছেলে শফিকুল ইসলাম জানান, চাকরির সুবাদে তিনি পরিবার নিয়ে বিসিক শিল্পনগরী এলাকায় বসবাস করেন। গত চার মাস আগে মা বেড়াতে এসেছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে বাড়িতে ধোঁয়া দেখতে পাওয়া যায়। রান্নাঘরে ঢুকে দেখেন গ্যাসের চুলার আগুনে মা দগ্ধ হয়ে মারা গেছেন। এ সময় তারা স্বামী-স্ত্রী পাশের ঘরে ঘুমিয়ে ছিলেন।