সিরাজগঞ্জের সিভিল সার্জনকে ওএসডি

সিরাজগঞ্জের সিভিল সার্জন ডা. রামপদ রায়কে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে স্বাস্থ্য অধিদফতরে সংযুক্ত করা হয়েছে। বুধবার (৯ অক্টোবর) বিকালে জেলার ডেপুটি সিভিল সার্জন ডা. আ. ফ. ম. ওবায়দুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। 

এর আগে মঙ্গলবার (৮ অক্টোবর) রাতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সহকারী সচিব আবু রায়হান দোলন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে সিভিল সার্জন ডা. রামপদ রায়কে ওএসডি করা হয়।

ডা. রামপদ রায় ২০২১ সালের ৮ এপ্রিল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা থেকে পদোন্নতি পেয়ে সিরাজগঞ্জের সিভিল সার্জন হন। তাকে কী কারণে ওএসডি করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।