বগুড়ায় ট্রাকচাপায় মোটরসাইকেলের আরোহী ৩ বন্ধু নিহত

বগুড়ার শেরপুরে ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী তিন বন্ধু নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুরের শাহবন্দেগী ইউনিয়নের ধড়মোকাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শেরপুর উপজেলার খানপুর ইউনিয়নের কয়েরখালী গ্রামের বাদশা মিয়ার ছেলে নাঈম ইসলাম (২১), একই এলাকার লিটনের ছেলে রিফাত রহমান (২২) ও সিদ্দিকের ছেলে সেলিম হোসেন (২২)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার বিকালে কয়েরখালী বাজার থেকে নাঈম, সেলিম ও রিফাত মোটরসাইকেল নিয়ে শেরপুর যান। ইফতারের আগে দ্রুতগতিতে বাড়ির দিকে ফেরার পথে ধড়মোকাম এলাকার ধড়মোকাম ফাল্গুনী হোটেলের সামনে একটি প্রাইভেটকারকে পাশ কাটাতে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়। এতে মোটরসাইকেলের আরোহীরা ছিটকে সড়কে পড়ে যান। এ সময় পেছন থেকে আসা একটি অজ্ঞাতনামা ট্রাক তাদের চাপা দেয়। 

গুরুতর আহত অবস্থায় নাঈম, রিফাত ও সেলিমকে প্রথমে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসক নাঈমকে মৃত ঘোষণা করেন। সেলিম ও রিফাতকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। এর কিছুক্ষণ পর সেখানে সেলিমের
মৃত্যু হয়। একই হাসপাতালে রাত সাড়ে ১০টার দিকে রিফাতও মারা যান।

শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক আজিজুল হক বলেন, ‌‘তিন যুবকের লাশ বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে লাশ তিনটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ছাড়া যে ট্রাকটি ওই তিন জনকে চাপা দিয়েছে, সেটি শনাক্ত করার চেষ্টা চলছে।’