খালেদা-তারেককে ‘হয়রানি’: দুদকের সাবেক ৩ চেয়ারম্যানসহ চার জনের বিরুদ্ধে মামলা

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ‘মিথ্যা’ মামলা করে হয়রানির অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাবেক তিন চেয়ারম্যান ও এক মহাপরিচালকের বিরুদ্ধে মামলা হয়েছে।

বগুড়ার শিবগঞ্জের মোকামতলার চাঁদপুর গ্রামের বুলবুল আহম্মেদের ছেলে আতিকুর রহমান গতকাল বৃহস্পতিবার (২২ মে) বিকালে বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সদর আমলি আদালতে এ মামলা করেন। বিচারক মো. মেহেদী হাসান শুনানি শেষে মামলা আমলে নিয়ে এ ব্যাপারে তদন্ত করে আগামী ১০ জুলাইয়ের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বগুড়া সদর থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।

শুক্রবার (২৩ মে) বিকালে বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আবদুল ওহাব এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার আসামিরা হলেন- দুদকের সাবেক চেয়ারম্যান হাসান মশহুদ চৌধুরী, হাবিবুর রহমান ও আবুল হাসান মনজুর এবং সাবেক মহাপরিচালক জিয়াউদ্দীন আহম্মেদ। এ ছাড়া অজ্ঞাতনামা আরও একাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে।

বাদী এজাহারে উল্লেখ করেছেন, উল্লিখিত চার জন ও অজ্ঞাত আরও আসামিরা ষড়যন্ত্রকারী, অপরের অনিষ্টকারী ও জাল-জালিয়াতির চক্রের সদস্য। তারা একে অপরের সঙ্গে ষড়যন্ত্র করে মিথ্যা ও বানোয়াট কল্পকাহিনি তৈরি করে তৎকালীন সরকারপ্রধানকে খুশি করে অন্যায় স্বার্থ হাসিলের জন্য বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ কয়েকজনের বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলাটি ‘মিথ্যাভাবে’ দায়ের করেছিলেন।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আবদুল ওহাব বলেন, ‘সরকারি ক্ষমতার অপব্যবহার করে রাজনৈতিক প্রতিপক্ষকে হয়রানি করতে এ মামলা দায়ের করা হয়; যা আইনবিরুদ্ধ। এটি ছিল সম্পূর্ণ প্রতিহিংসামূলক ও উদ্দেশ্যপ্রণোদিত। আর দুদকের কর্মকর্তারাও এতে অনৈতিকভাবে সায় দিয়েছেন। তাই তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য মামলাটি (নং-১৪৭২সি/২০২৫, সদর) করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মামলাটি আমলে নিয়ে তদন্ত করে আগামী ১০ জুলাই প্রতিবেদন দাখিল করতে সদর থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।’