১২ ঘণ্টা দুই শিশুকে আটকে রাখার অভিযোগ পুলিশের বিরুদ্ধে

হাজতে আটক শিশু দুটি

চুরির অপবাদে নওগাঁর বদলগাছীতে দুই শিশুকে ১২ ঘণ্টা থানা হাজতে আটকে রাখার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। শিশু দুটি হলো, তানভীর হোসেন (৮) ও সাব্বির হোসেন (১৩)। তবে পুলিশ বিষয়টি অস্বীকার করেছে।

শুক্রবার (২৫ মার্চ) সকাল ১০ টার দিকে তাদের আটক করা হয়। আটকের পর তাদেরকে বদলগাছী থানার হাজতখানায় রাখা হয়।

তানভীর বদলগাছী উপজেলার দ্বীপগঞ্জ হলুদ বিহার গ্রামের মহসীন আলীর ছেলে। সাব্বির হোসেন কয়াভবানী গ্রামের বেলাল হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, সপ্তাহ খানেক আগে রাতে উপজেলার কোলা বাজারের ব্যবসায়ী ইউনুস আলীর তেলের মিল থেকে ডিজিটাল ওজন পরিমাপকসহ কিছু আসবাবপত্র ও তেল চুরি হয়। এ ঘটনায় সন্দেহজনক হিসেবে শুক্রবার সকালে তানভীর ও সাব্বিরকে চা দোকানি মিন্টু ও ইউনুসের দোকানের কর্মচারীরা আটক করে মারধর করে এবং খুঁটির সঙ্গে বেঁধে রাখে। 

খবর পেয়ে বদলগাছী থানার উপপরিদর্শক (এসআই) সিরাজ ঘটনাস্থলে গিয়ে শিশু দুটিকে থানায় নিয়ে যায়।

এদিকে, শিশু দুটির স্বজনদের অভিযোগ, তারা শুক্রবার দিনভর থানায় ধর্না দিলেও সন্তানের সঙ্গে দেখা বা কথা বলতে পারেননি।

তানভীরের বাবা মহসীনের অভিযোগ, তার সন্তান চুরি করেনি। মিথ্যা অভিযোগে বাচ্চা দুটিকে থানায় আটক রাখা হয়েছে।

শিশু দুটিকে থানার হাজতখানায় রাখার বিষয়ে নওগাঁর মানবাধিকার কর্মী অ্যাডভোকেট মহসীন রেজা জানান, সকাল থেকে শিশুদের হাজতখানায় আটকে রাখার মধ্য দিয়ে এক ধরনের নির্যাতন করা হয়েছে।

তিনি বলেন, শিশুদের হাজতখানায় আটকে রাখা সম্পূর্ণ বেআইনি। তারা অপরাধী হলে সেফ হোমে রাখা যেত।

এ বিষয়ে বদলগাছী থানার ওসি রফিকুল ইসলাম জানান, সন্ধ্যার পর শিশু দুটির অভিভাবক ও অভিযোগকারীদের থানায় আসতে বলা হয়েছিল। রাতেই তানভীরকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে মামলা হওয়ায় সাব্বিরকে আটকে রাখা হয়েছে।

তবে শুক্রবার দিনভর শিশু দুটিকে হাজতখানায় বন্দি রাখার কথা অস্বীকার করেছেন তিনি।

 

/এসটি/