সাবেক এমপির শ্যালক ও আ.লীগ নেতা রঞ্জু গ্রেফতার

পাবনার ভাঙ্গুড়া উপজেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম হাফিজ রঞ্জুকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৩০ জুন) দিবাগত রাত ৩টার দিকে পৌরসভার পাটুলীপাড়া এলাকায় নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার গোলাম হাফিজ রঞ্জু আওয়ামী লীগের সাবেক এমপি মকবুল হোসেনের শ্যালক। পারিবারিক সম্পৃক্ততার সূত্রে রাজনীতিতে সক্রিয় হন তিনি। ২০০৮ সালে মকবুল হোসেন এমপি নির্বাচিত হওয়ার পর রঞ্জু উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হন। পরবর্তীতে ২০২২ সালে তিনি সহ-সভাপতির পদ পান। এ ছাড়া তিনি ২০১৮ ও ২০২৪ সালে পরপর দুই দফায় উপজেলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন।

স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী পরিচয়ে রঞ্জু বিচার-সালিশ ও স্থানীয় প্রশাসনের নানা কর্মকাণ্ডে প্রভাব খাটাতেন। থানা পুলিশ ও রাজনৈতিক কার্যক্রমে ছিল তার সরাসরি হস্তক্ষেপ। এমনকি উপজেলার সিএনজিচালিত অটোরিকশা ও নসিমন স্ট্যান্ডের চাঁদাবাজিতেও তার নাম উঠে আসে।

চাটমোহর সার্কেলের সহকারী পুলিশ সুপার আরজুমা আকতার জানান, উপজেলার অষ্টমনিষা ইউনিয়ন বিএনপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়েরকৃত মামলায় গোলাম হাফিজ রঞ্জুকে গ্রেফতার দেখানো হয়েছে। তাকে আজ (মঙ্গলবার) পাবনা আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।