সপ্তাহে তিন দিন ঢাকা-রাজশাহীর রুটে চলবে নভোএয়ার

ঢাকা-রাজশাহী রুটে নভোএয়ারের বিমান চলাচল উদ্বোধনএখন থেকে ঢাকা-রাজশাহী রুটে সপ্তাহে তিন দিন আকাশে ডানা মেলবে বেসরকারি নভোএয়ারের বিমান। বাংলাদেশ বিমান ও ইউএস বাংলার পাশাপাশি অভ্যন্তরীণ এ রুটে ফ্লাইট চালাবে নভোএয়ার।
শুক্রবার দুপুরে রাজশাহীর শাহ মখদুম (র.) বিমানবন্দরে ঢাকা-রাজশাহী রুটে নভোএয়ারের বিমান চলাচলের উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এর আগে ঢাকা থেকে ৬৮ জন যাত্রী নিয়ে শাহ মখদুম বিমানবন্দরে অবতরণ করে নভোএয়ারের প্রথম ফ্লাইট। পরে সেখান থেকে আবারও ৬৮ যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে রাজশাহী ছাড়ে বিমানটি।
এ সময় উপস্থিত ছিলেন- রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা, বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট, নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক হাফিজুর রহমান ও শাহ মখদুম বিমানবন্দরের ব্যবস্থাপক সেতাফুর রহমান প্রমুখ।
/এনএস/এসএনএইচ/