বগুড়ায় ট্রাকের ধাক্কায় অটোরিকশার ২ জন নিহত

মুখোমুখি সংঘর্ষ, দুর্ঘটনাবগুড়ার শেরপুরে বালুবাহী ট্রাকের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ছয়জন। রবিবার দুপুরে কৃষ্ণপুর এলাকায় উত্তরবঙ্গ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
আহতদের শেরপুর স্বাস্থ্য কমপ্লেক্স ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলেন শেরপুর উপজেলার কেল্লাপোষী গ্রামের নওশের সরদারের ছেলে ঠান্ডু মিয়া (৪২) ও অটোরিকশা চালক ছোনকা গ্রামের আবুল কাশেমের ছেলে আবুল হোসেন (৪৫)। আহতরা হলেন নিহত ঠান্ডুর স্ত্রী আনজিলা (৩৫), ধর্মকাম গ্রামের আব্দুর রশিদ (৪৫), কৃষ্ণপুরের মকবুল হোসেন (৪৫), কাশিয়াবালার আবুল ফজল (৫০), কেল্লাপোষীর জাহানারা (৪০) ও পিংহাজারকির নাজমা বেগম (৪০)।

শেরপুর থানার এসআই ডেভিড জানান, মির্জাপুর থেকে শেরপুর উপজেলা সদরগামী একটি অটোরিকশা বেলা ১২টার দিকে কৃষ্ণপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ট্রাক (বগুড়া-ড-১১-০৬৮৬) অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশা যাত্রী ঠান্ডা মিয়া নিহত হন। আহত হন তার স্ত্রী আনজিলাসহ দুটি যানবাহনের সাতজন। এদের শেরপুর ও শজিমেক হাসপাতলে ভর্তি করা হয়। পরে শজিমেক হাসপাতালে অটোরিকশা চালক আবুল হোসেন মারা যান।

/বিটি/