নীলফামারীর সদরে শপথ নিলেন ৫ ইউপি চেয়ারম্যান

তৃতীয় দফায় অনুষ্ঠিত নীলফামারী সদরের ফের ৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিজয়ী চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্যরা শপথ নিয়েছেন।
শপথ নিলেন ৫ ইউপি চেয়ারম্যানশপথ গ্রহণকারীদের মধ্যে রয়েছেন, নবনির্বাচিত ৫জন চেয়ারম্যান, সাধারণ সদস্য ৪৫ জন ও ১৫ জন সংরক্ষিত নারী সদস্য। রবিবার বিকাল ৪টার দিকে জেলা প্রশাসক জাকীর হোসেন এ শপথবাক্য পাঠ করান।
চেয়ারম্যান হিসেবে শপথ গ্রহণকারীরা হলেন, রামনগর ইউনিয়নের মিজানুর রহমান বাবু (আওয়ামী লীগের দলীয় প্রার্থী), কচুকাটা ইউনিয়নের আব্দুর রউফ চৌধুরি (সতন্ত্র প্রার্থী), চড়াইখোলা ইউনিয়নের মোশারফ হোসেন বসুনিয়া (সতন্ত্র প্রার্থী), সোনারায় ইউনিয়নের চেয়ারম্যান মোস্তফা কামাল (জামায়াত প্রার্থী) ও সংগলশী ইউনিয়নের চেয়ারম্যান কাজী মোস্তাফিজার রহমান (আওয়ামী লীগের দলীয় প্রার্থী)।
উপজেলা পরিষদের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ওই শপথবাক্য পাঠ করানো হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেত আলীর সভাপতিত্বে শপথ গ্রহণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক এজেএম এরশাদ আহসান হাবীব, উপজেলা চেয়ারম্যান আবুজার রহমান, ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা লাভলি,সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আজাদুল হেলাল প্রমুখ।

/এআর/এএইচ/আপ-এমও