লালমনিরহাটে ৬০টি অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন,মামলা

ভ্রাম্যমাণ আদালতলালমনিরহাটের কালীগঞ্জে ৬০টি অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে রংপুর বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগের একটি ভ্রাম্যমাণ আদালত। রবিবার দিনব্যাপী কালীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মতিউর রহমান মোবাইল ফোনে বলেন, কালীগঞ্জ উপজেলা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগের অনুমোদন না নিয়ে তারা প্রায় ১০ লাখ টাকা রাজস্ব ফাঁকি দিয়েছে। এ করণে অবৈধ সংযোগ গ্রহণকারীদের বিরুদ্ধে মামলা করার নির্দেশ দেওয়া হয়েছে। বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগের কালীগঞ্জ উপ-বিভাগীয় প্রকৌশলী মো. মাসুদুল ইসলাম বাদী হয়ে এসব মামলা দায়ের করেছেন।  
কালীগঞ্জ বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. মাসুদুল ইসলাম বলেন, ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে মামলাগুলো পৃথক পৃথকভাবে দায়ের করা হয়েছে। এ সময় ১২টি অবৈধ মিটার ও ২শ মিটার বৈদ্যুতিক তার জব্দ করা হয়। পরে কালীগঞ্জের নামুড়ী বাজারে স্থানীয় লোকজনের উপস্থিতিতে তারগুলো আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়।

আরও পড়ুন: আতঙ্কিত মিতুর ছেলে
/জেবি/এএইচ/আপ-এআর/