জাতীয় পার্টির আমলে দেশে কোনও দুর্নীতি ছিল না: জিএম কাদের

Lalmonirhat G.M Kader News 22-10-2016 (1)জাতীয় পার্টির আমলে দেশে কোনও দুর্নীতি ছিল না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সাবেক বাণিজ্য মন্ত্রী জিএম কাদের। তিনি বলেন, ‘জাতীয় পার্টি ক্ষমতায় থাকলে দেশের মানুষ সুখে শান্তিতে থাকে। অথচ এরশাদ ক্ষমতা ছাড়ার পর থেকে বাংলাদেশ ৫ থেকে ৬ বার দুর্নীতিতে চ্যাম্পিয়ান হয়েছিল।’

শনিবার বিকালে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়ন পরিষদ নিবার্চনে দলীয় প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

জাতীয় পার্টিকে ধংসের চক্রান্ত করা হয়েছে উল্লেখ করে জিএম কাদের বলেন, ‘১৯৯১ সাল থেকে শুরু করে পরবর্তী সরকারগুলো জাতীয় পার্টিকে বার বার ধ্বংসের চক্রান্ত করেছে। কিন্তু দেশের জনগনের ভালোবাসায় আজও জাতীয় পার্টি টিকে আছে এবং থাকবে।’ তিনি আরও বলেন,  ‘আগামীতে জাতীয় পার্টি ক্ষমতায় এলে দেশ যেমন দুর্নীতি মুক্ত হবে, তেমনি মানুষজন সুখে শান্তিতে থাকবে।’

এ সময় জিএম কাদের গোতামারী ইউপি নিবার্চনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী আবুল কাশেম মিয়ার লাঙ্গল মার্কার পক্ষে বিভিন্ন উঠান বৈঠক করেন।  এছাড়া জাতীয় পার্টি কেন্দ্রিয় কমিটির সমাজ কল্যাণ বিষয়ক যুগ্ম সম্পাদক রোকনউদ্দিন বাবুল, কেন্দ্রিয় কমিটির সদস্য ও হাতীবান্ধা উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক এমজি মোস্তাফা, জেলা কমিটির সহ-সভাপতি এসকে খাজা মইনুদ্দিন, হাতীবান্ধা উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব মিজানুর রহমান মিলন, জাপা নেতা মহিউল আলম মহি, যুব সংহতি নেতা রেজাউল করিম ও জাহাঙ্গীর আলম প্রমুখ নিবার্চনী প্রচারণায় অংশ নেন।

/এমডিপি/