পঞ্চগড়ে দিনে কাঠফাটা রোদ রাতে ভারি কুয়াশা

পঞ্চগড়পঞ্চগড়সহ উত্তরের কয়েকটি জেলায় গত কয়েকদিন ধরে অদ্ভুত আবহাওয়া বিরাজ করছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে রোদের তীব্রতা। প্রখর রোদের কারণে এখানকার মানুষদের দেখা গেছে ছাতা মাথায় দিয়ে চলাচল করতে। আর সন্ধ্যার পরই শুরু হচ্ছে কুয়াশা। রাত বাড়ার সঙ্গে সঙ্গে হালকা কুয়াশা ভারি হচ্ছে। সেই সঙ্গে বাড়ছে শীত।
এদিকে হঠাৎ প্রকৃতির এমন আচরণে দেখা দিয়েছে বিভিন্ন ধরনের রোগ-বালাই। বিশেষ করে শিশুরা বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। আক্রান্ত শিশুদের নিয়ে প্রতিদিন অভিভাবকরা হাজির হচ্ছেন হাসপাতাল ও শিশু রোগ চিকিৎসকদের কাছে।
পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. এস আই এম রাজিউল করিম রাজু বলেন, হঠাৎ করে তামপাত্রা কম-বেশি হওয়ায় শিশুরা সর্দি-জ্বর, নিউমোনিয়া ও শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হচ্ছে। আমরা সামান্য আক্রান্ত শিশুদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি নিতে বলছি। আর বেশি আক্রান্ত শিশুদের হাসপাতালে ভর্তির পরামর্শ দিচ্ছি। সেই সঙ্গে দিনের বেলা শিশুরা যেন ঘেমে না যায় সেদিকে খেয়াল রাখা এবং রাতে কোনওভাবে যেন শিশুদের ঠাণ্ডা না লাগে সেদিকে খেয়াল রাখার জন্য অভিভাবকদের সচেতন করছি।
এদিকে রাতে শীত বাড়ায় কিছু কিছু এলাকায় তারা পুরাতন কাপড় বিক্রি শুরু করে দিয়েছে। অন্যরাও মৌসূমী এই ব্যবসার জন্য প্রস্তুতি নিচ্ছে। লেপ-তোষক তৈরীর কারিগরদের ব্যস্ততা শুরু হয়ে গেছে। জেলা শহরের কদমতলা রোডেসহ বিভিন্ন তুলার দোকানগুলো কারিগরদের ব্যস্ততা বেড়ে গেছে।

/এআর/