বগুড়ায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবলীগ কর্মী নিহত

 

বগুড়াবগুড়া সদরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আনিসুর রহমান রঞ্জু (৪০) নামে এক যুবলীগ কর্মী নিহত হয়েছেন। পীরগাছা সড়কের আখলাকের সেতুর কাছে মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে।

হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি। তবে পুলিশ বলছে, পূর্ব শত্রুতার জেরে পরিচিতরা তাকে হত্যা করেছে। স্বজনদের ধারণা ছিনতাইকারীর ছুরিকঘাতে তিনি খুন হয়েছেন।

ভিকটিমের মামা বগুড়া সদর উপজেলা যুবলীগের সভাপতি অধ্যক্ষ শহিদুল ইসলাম দুলু জানান, লাহিড়িপাড়া ইউনিয়নের রহমতবালা গ্রামের মফিজ উদ্দিনের ছেলে রঞ্জু যুবলীগ কর্মী। তিনি কৃষিকাজ করতেন। মঙ্গলবার সন্ধ্যার দিকে বাজার করার জন্য বাইসাইকেলে মহাস্থানের দিকে যান। পথিমধ্যে ভবানীগঞ্জে চা পান করেন। মহাস্থান থেকে একটি চেয়ার ও অন্যান্য জিনিসপত্র কিনে বাড়ির দিকে ফিরছিলেন। রাত ৮টার দিকে মহাস্থান-পীরগাছা সড়কের আখলাকের সেতুর পূর্ব পাশে পৌঁছালে দুর্বৃত্তদের খপ্পরে পড়েন। বুকে ছুরিকাঘাত করলে তিনি রাস্তায় লুটিয়ে পড়েন। পথচারীরা উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তার ধারণা, রঞ্জু ছিনতাইকারীর ছুরিকাঘাতে খুন হয়েছেন। তার পকেটে থাকা পাঁচ হাজার টাকা পাওয়া যায়নি।

বগুড়ার শিবগঞ্জ থানার ওসি মোস্তাফিজার রহমানের ধারণা, ওই যুবক পূর্ব কোনও বিরোধের জের ধরে পরিচিতদের ছুরিকাঘাতে খুন হয়েছেন।

আরও পড়ুন:

সরকারি আজিজুল হক কলেজ শাখা ছাত্রলীগ বিলুপ্ত

/বিটি/