আজ পঞ্চগড় মুক্ত দিবস পালিত

PANCHAGARH-PIC_01বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আজ মঙ্গলবার (২৯ নভেম্বর) পঞ্চগড় মুক্ত দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে পঞ্চগড় জেলা মুক্তিযোদ্ধা কমান্ডসহ বিভিন্ন সংগঠন শহরের করতোয় নদী সংলগ্ন বধ্যভূমিতে শ্রদ্ধাঞ্জলী অর্পণ, র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে।   

সকালে পঞ্চগড় জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কার্যালয় থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধার সন্তান, সরকারি বেসরকারি কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন পেশাজীবী, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষ অংশ নেয়।

র‌্যালি শেষে জেলা মুক্তিযোদ্ধা কমান্ডর কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে আলোচনা সভা শুরু হয়। সভায় পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাজমুল হক প্রধান, জেলা প্রশাসক অমল কৃষ্ণ মণ্ডল, সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট ও জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মির্জা আবুল কালাম দুলাল প্রমুখ বক্তব্য রাখেন।

/এমডিপি/