দিনাজপুরে ৩ যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

দিনাজপুর

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা থেকে তিন যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই তিন যুবকের মাথায় গুলির আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। সোমবার সকালে রানীগঞ্জ কলাবাড়ী এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়েছে।

নিহতরা হলেন, নাটরের সদর উপজেলা শহরের কানাইখালী এলাকার সাব্বির (২৫), একই এলাকার আব্দুল্লাহ (২৫) ও রথবাড়ী এলাকার সোহেল (২৬)।

পুলিশ জানিয়েছে, তারা তিনজনই ওই এলাকার সাব্বির বাহিনীর সদস্য। এদের মধ্যে সাব্বিরের বিরুদ্ধে ১২টি, সোহেলের বিরুদ্ধে ৩ টি ও আব্দুল্লাহর বিরুদ্ধে একটি মামলা রয়েছে।

ঘোড়াঘাট থানার ওসি নুরুজ্জামান চৌধুরী জানান, তিন যুবকের শরীরে গুলির আঘাতের চিহ্ন রয়েছে। তাদের বয়স ২৫ থেকে ৩০ বছরের মধ্যে। তিনি আরও জানান, নিহতদের লাশের সুরতহাল রিপোর্ট শেষে ঘোড়াঘাট থানায় নিয়ে যাওয়া হয়েছে। তাদের লাশ দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হবে।

এর আগে আজ সোমবার সকালে উপজেলার কলাবাড়ী নামক এলাকায় একটি আমবাগানে তিন যুবকের লাশ দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে পুলিশ।

দিনাজপুরের পুলিশ সুপার হামিদুল আলম জানান, ওই তিনজনকে কালো মাইক্রোবাসে করে কে বা কারা গত পরশু রাতে অপহরণ করে নিয়ে যায়। পরের দিন এ ঘটনায় নাটোর সদর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। পরে ঘোড়াঘাট এলাকায় তাদের লাশ পাওয়া যায়। তিনি আরও জানান, পুলিশের ধারণা, পূর্ব শত্রুতার জের ধরে তাদের হত্যা করা হয়েছে। 

/এমডিপি/