বীরগঞ্জ, বোচাগঞ্জ ও বিরামপুর মুক্ত হয়েছিল আজ

মুক্ত দিবস

দিনাজপুরের বীরগঞ্জ, বোচাগঞ্জ ও বিরামপুর উপজেলা মুক্ত দিবস হয়েছিল আজ মঙ্গলবার। ১৯৭১ সালে এই দিনে এই তিন উপজেলার বীর মুক্তিযোদ্ধারা পাকিস্তানি বাহিনীর সঙ্গে লড়াই করে উপজেলা তিনটিকে শত্রুমুক্ত করেছিলেন।

দিবসটি উদযাপন উপলক্ষে তিনটি উপজেলায় পৃথক আলোচনা সভা ও র‌্যালিসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে।

বীরগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার কালী পদ রায় জানান, ১৯৭১ সালের ৬ ডিসেম্বর বীরগঞ্জ উপজেলা হানাদার বাহিনীদের কবল থেকে মুক্ত করা হয়েছিল। বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে সম্মুখ লড়াইয়ে টিকতে না পেরে হানাদার বাহিনী এবং তার দোসরেরা বীরগঞ্জ এলাকা ছেড়ে পার্শ্ববর্তী সৈয়দপুর অবাঙালিদের ক্যাম্পে আশ্রয় নিয়েছিল।

বোচাগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জাফর উল্লাহ জানান, ৬ ডিসেম্বর দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা এবং হানাদার বাহিনীর ও তাদের দোসরদের মুক্তিযোদ্ধারা সম্মুখ যুদ্ধে বিতাড়িত করেছিল। দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে বোচাগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডা কাউন্সিলের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়েছে।

৬ ডিসেম্বর শনিবার সকালে বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ মাঠে বোচাগঞ্জ মুক্ত দিবস উপলক্ষে একটি সভা অনুষ্ঠিত হবে।

বিরামপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার লুৎফর রহমান জানান, ভারতের কালিয়াগঞ্জ তরঙ্গপুর ক্যাম্পে বিরামপুর উপজেলার ২৮০জন মুক্তিযোদ্ধা প্রশিক্ষণ নেন।

/এসটি/