লালমনিরহাট মুক্ত দিবস আজ

লালমনিরহাট গণকবর আজ  ৬ ডিসেম্বর লালমনিরহাট হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে লালমনিরহাট পাকিস্তানি হানাদার মুক্ত হয়।

মিত্রবাহিনী ও বীর মুক্তিযোদ্ধারা লালমনিরহাট শহরকে হানাদার মুক্ত করতে তিন দিক থেকে ঘিরে ফেলে আক্রমণ পরিচালনা করে। মিত্রবাহিনী ও বীর মুক্তিযোদ্ধাদের যৌথ আক্রমণে পাকিস্তান হানাদার বাহিনী বিপর্যয়ের মুখে ছত্রভঙ্গ হয়ে যায়। তাদের পরাজয় নিশ্চিত জেনে লালমনিরহাট রেলওয়ে স্টেশন থেকে পাকবাহিনী, রাজাকার, আলবদর, আলসামস ও তাদের দোসর অবাঙালিরা দুটি স্পেশাল ট্রেন যোগে রংপুর ও সৈয়দপুরের দিকে পালিয়ে যায়। এরপর লালমনিরহাট জেলা পাকিস্তানি হানাদার মুক্ত হয়। এর আগে ১৯৭১ সালের ৫ ডিসেম্বর সন্ধ্যায় লালমনিরহাট রেলওয়ের অফিস ও আবাসিক এলাকায় রাজাকারদের যোগসাজসে পাকিস্তানি বাহিনী গণহত্যা চালায়। এ সময় মুক্তিযুদ্ধের পক্ষের রেলওয়ে কর্মকর্তা-কর্মচারী, বুদ্ধিজীবিসহ ৩৭৩ জন নিরীহ বাঙালিকে গুলি করে হত্যা করে।

বর্তমানে পশ্চিমাঞ্চলের রেলওয়ের লালমনিরহাট বিভাগীয় সদর দফতর এলাকায় তিনটি গণকবর সমেত বদ্ধভূমি রয়েছে। তবে এসবই পড়ে রয়েছে অযত্ন আর অবহেলায়।

এদিকে, দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদসহ স্থানীয় বিভিন্ন সংগঠন শোভাযাত্রা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচি পালন করেছে।

/বিটি/