গাইবান্ধায় নাশকতা মামলায় যুবদল ও ছাত্রদলের ৫ নেতাকর্মী কারাগারে

কারাগারগাইবান্ধার গোবিন্দগঞ্জ থানায় দায়ের হওয়া নাশকতা মামলায় যুবদল, স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের পাঁচ নেতাকর্মীর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার দুপুর পৌনে ৩টার দিকে গাইবান্ধা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রাশেদা সুলতানা এ আদেশ দেন।
এর আগে, বিএনপির অঙ্গ-সংগঠনের পাঁচ নেতাকর্মী তাদের আইনজীবীর মাধ্যমে আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন।
তারা হলেন- গোবিন্দগঞ্জ উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক আহসানুল হক রিপন, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কাজী রিপন ও কামারদহ ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক আনারুল ইসলাম ও পৌর যুবদল নেতা বঙ্গ মিয়া।
জেলা ও দায়রা জজ আদালতের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. শফিকুল ইসলাম শফিক জানান, বিএনপির অঙ্গ-সংগঠনের পাঁচ নেতাকর্মীর বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় নাশকতা মামলা রয়েছে। সোমবার দুপুরে তারা আইনজীবীর মাধ্যমে আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। কিন্তু বিচারক শুনানি শেষে তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে তাদের গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

আসামিপক্ষের আইনজীবী অ্যাড. মো. মিজানুর রহমান মিজান জানান, গোবিন্দগঞ্জ উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের পাঁচ নেতাকর্মীকে আদালতে হাজির করে জামিন আবেদন করা হয়। কিন্তু বিচারক শুনানি শেষে তাদের জামিন নামঞ্জুর করেন।

/এআর/