গাইবান্ধায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

আইন-আদালতগাইবান্ধার সাঘাটা উপজেলায় স্কুলশিক্ষক মঞ্জুরী খাতুনকে (৩৮) হত্যার দায়ে স্বামী শাহাদত হোসেন মণ্ডলের (৪৫) ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে গাইবান্ধা নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল আদালতের বিচারক রত্নেশ্বর ভট্টচার্য এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত শাহাদত হোসেনের বাড়ি নওগাঁ জেলার ধামুরহাট উপজেলার চককুমুর গ্রামে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আবু মো. আবদুল্লা আল  কনক বিষয়টি নিশ্চিত করে জানান, ২০০৭ সালের ১৭ জুন মঞ্জুরী খাতুনের সঙ্গে শাহাদত হোসেনের পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকে তাদের দাম্পত্য কলহ ছিল। ২০১১ সালের ২১ এপ্রিল শাহাদত হোসেন শ্বশুরবাড়ি যান। পরের দিন রাতের যেকোনও সময় শাহাদত স্ত্রী মঞ্জুরী খাতুনকে গলাটিপে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যান।

তিনি আরও জানান, এ ঘটনায় মঞ্জুরীর বাবা মো. মকবুল হোসেন খন্দকার বাদী হয়ে একটি হত্যা মামলা করেন। মামলা চলাকালীন সময়ে সব সাক্ষীর স্বাক্ষ্যগ্রহণ শেষে হত্যার বিষয়টি প্রমাণিত হয়। মঙ্গলবার দুপুরে আদালতে আসামির উপস্থিতিতে বিচারক তার ফাঁসির রায় দেন।

জেলা জজ আদালতের কোর্ট ইন্সপেক্টর (জিআরও) মো. শফিকুল ইসলাম শফিক জানান, বিচারকের রায় ঘোষণার পরেই আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।

আরও পড়ুন:

মানিকগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
/বিটি/