বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হলে দেশ এগিয়ে যাবে: সংস্কৃতিমন্ত্রী

Nilphamari Pic Nur Minister(1)বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হলে দেশ এমনিতেই এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। তিনি বলেন, ‘এ জন্য সরকার বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে ব্যাপক কাজ করে যাচ্ছে। এই প্রক্রিয়া অব্যহত থাকবে।’

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) দুপুরে নীলফামারী সদরের চাপড়া সরমজানী ইউনিয়নের ইটাপীর থেকে চাপড়া কাচারী পর্যন্ত সড়ক পাকাকরণ কাজের ভিত্তি প্রস্তব উম্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আসাদুজ্জামান নূর বলেন, ‘বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের কারণে আজ এ অঞ্চলে ব্যাপক উন্নয়নের সাড়া পড়েছে। পর্যায়ক্রমে এই এলাকার সব রাস্তাঘাট, স্কুল কলেজ, মাদ্রাসা, মসজিদ ও মন্দিরের উন্নয়ন করা হবে।’

এ সময় মন্ত্রীর সঙ্গে জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রশীদ, সদর উপজেলা চেয়ারম্যান আবুজার রহমান, ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহিদ মাহমুদ, এলজিইডি নির্বাহী প্রকৌশলী মো. বেলাল হোসেন, সদর উপজেলা প্রকৌশলী মো.সাইফুল ইসলাম ও জেলা ছাত্রলীগের সভাপতি সজল কুমার ভৌমিক প্রমুখ উপস্থিত ছিলেন।

/এমডিপি/