ঠাকুরগাঁওয়ে চলছে পরিবহন ধর্মঘট

ঠাকুরগাঁওয়ের সব রুটে চলছে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট। ধর্মঘটের দ্বিতীয় দিনেও জেলার অভ্যন্তরীণ সব রুটে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এতে এসব রুটের যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। রাস্তায় ট্রাক থেকে টোল আদায়কে কেন্দ্র করে ট্রাক শ্রমিক ও মোটর মালিক সমিতির দ্বন্দ্বে অনির্দিষ্ট কালের এই পরিবহন ধর্মঘট ডেকেছে জেলা মোটর মালিক সমিতি।

ধর্মঘটে বন্ধ বাস চলাচলজেলার পুলিশ সুপার ফারহাত আহমেদ জানান, গতকাল বৃহস্পতিবার সকাল থেকে এ ধর্মঘট শুরু হয়। জেলা প্রশাসনের কক্ষে গতকাল গভীর রাত পর্যন্ত উভয় পক্ষকে বসিয়ে সমঝোতার চেষ্টা করা হলেও অনড় অবস্থানের কারণে কোনও সমঝোতা প্রতিষ্ঠা সম্ভব হয়নি।

উল্লেখ্য, চাঁদা আদায়কে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে মোটর মালিক ও ট্রাক শ্রমিক ইউনিয়নের মধ্যে বিরোধ চলে আসছে। সম্প্রতি ট্রাক শ্রমিকদের চাঁদার টাকা কম দেওয়ায় শ্রমিকদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়। বাস টার্মিনালে গাড়ির চাঁদা আদায় বন্ধ করে দেয়। পরে ট্রাক শ্রমিক ইউনিয়ন আলাদাভাবে শহরের জগন্নাথপুর এলাকায় ট্রাকের চাঁদা আদায় শুরু করে। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকরা মোটর মালিক সমিতির চাঁদা আদায়ের ঘর ভেঙে দিয়ে অগ্নিসংযোগ করে।

/এমও/