সড়ক পরিবহন ও নিরাপত্তা ব্যবস্থায় বাংলাদেশের উদ্যোগ প্রশংসনীয়: ব্রিটিশ হাইকমিশনার

অ্যালিসন ব্লেকঅবকাঠামো, যোগাযোগ ব্যবস্থা, সড়ক পরিবহন ও নিরাপত্তা ব্যবস্থায় বাংলাদেশের নেওয়া বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেছেন ব্রিটিশ হাইকমিশনার অ্যালিসন ব্লেক। তিনি বলেছেন, ‘আমি এক বছর হলো বাংলাদেশে অবস্থান করছি। এই সময়ে বাংলাদেশ অবকাঠামোগত উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থা,সড়ক পরিবহন ও নিরাপত্তা নিয়ে অনেক কাজ করেছে। এর মধ্যে রাজধানী ঢাকারও অনেক উন্নয়ন হয়েছে।’
বুধবার (২২ ফেব্রুয়ারি) বিকালে দিনাজপুরের রামসাগর ও লিচু বাগান পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন ব্রিটিশ হাইকমিশনার।
এসময় অ্যালিসন ব্লেক বলেন, ‘রামসাগর সত্যিই ঐতিহাসিকভাবে সুন্দর একটি স্থান। সব পর্যটকদেরই এখানে আসা দরকার।’
বিকাল সাড়ে ৪টায় ব্রিটিশ হাইকমিশনারসহ ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) এই প্রতিনিধি দলের হয়ে ইইউ ও ইইউভুক্ত চারটি দেশের রাষ্ট্রদূত দিনাজপুরের মাসিমপুরে অবস্থিত লিচু বাগান পরিদর্শন করেন।
পরে তারা দিনাজপুরের ঐতিহ্যবাহী রামসাগর ঘুরে দেখেন। এর আগে দুপুরে তারা দিনাজপুরের খানসামা উপজেলার একটি কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেন।
প্রতিনিধি দলে ছিলেন ইইউ-এর প্রধান রাষ্ট্রদূত পিয়েরে মায়াদুন, ইতালির রাষ্ট্রদূত মারিও পালমা, জার্মান রাষ্ট্রদূত ড. থমাস প্রিনজ, ডাচ রাষ্ট্রদূত লিওনি মার্গারেথা কুয়েলেনায়ের ও ডেনমার্কের রাষ্ট্রদূত মাইকেল হেমনিটি উইনথার। এছাড়াও প্রতিনিধি দলের সঙ্গে আরও ছিলেন ব্রিটিশ হাইকমিশনারের চিফ প্রটোকল অফিসার এ কে এম ফজলুল হক। সফরসঙ্গী হিসেবে এই প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী।
/টিআর/এআর/