এমপি লিটন হত্যা: কাদের খাঁনের বাড়ির তত্ত্বাবধায়ক গ্রেফতার

গাইবান্ধার এমপি মনজুরুল ইসলাম লিটনগাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য (এমপি) মঞ্জুরুল ইসলাম লিটন হত্যা মামলায় গ্রেফতার একই আসনের সাবেক এমপি কর্নেল (অব) ডা. আবদুল কাদের খাঁনের বাড়ির তত্ত্বাবধায়ককে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম শামীম মণ্ডল (৩০)। শনিবার রাতে সুন্দরগঞ্জ উপজেলার ছাপরহাটি ইউনিয়নের মণ্ডলেরহাট গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হলেও পুলিশ আজ সোমবার বিষয়টি নিশ্চিত করেছে।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিয়ার রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

শামীম মণ্ডল সুন্দরগঞ্জ উপজেলার উপজেলার ছাপরহাটি ইউনিয়নের মণ্ডলেরহাট গ্রামের বাসিন্দা।

ওসি মো. আতিয়ার রহমান জানান, এমপি লিটন হত্যা মামলায় গ্রেফতার কর্নেল কাদের খাঁন ও হত্যায় অংশ নেওয়া চার কিলার আদালতে দেওয়া স্বীকাররোক্তি অনুযায়ী শামীম মণ্ডলকে ওই গ্রাম থেকে শনিবার রাতে গ্রেফতার করা হয়। এরপর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে রবিবার বিকেলে আদালতে তোলা হয়। পরে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

তবে শামীমের বাবা মহর আলীর দাবি, ১৩ ফেব্রুয়ারি শামীমকে পুলিশ আটক করে নিয়ে যায়। কিন্তু পুলিশ তাকে আটকের বিষয়টি অস্বীকার করে আসছে।   

উল্লেখ্য, ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টার দিকে সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নে শাহবাজ (মাস্টাপাড়া) এলাকায় নিজ বাড়িতে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন এমপি মনজুরুল ইসলাম লিটন। এ ঘটনায় লিটনের বোন বাদী হয়ে সুন্দরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।

এই ঘটনার দেড় মাসেরও বেশি সময় পর গত মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) লিটন হত্যার মূল হোতা সন্দেহে জাতীয় পার্টির সাবেক ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য ডা. আবদুল কাদের খানকে গ্রেফতার করে পুলিশ। পরে ওই হত্যাকাণ্ডে জড়িত ডা. কাদেরের গাড়িচালক, এক ভাতিজা, কাজের ছেলে ও রানা নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এই চার জনের সবাই এরই মধ্যে এমপি লিটন হত্যায় জড়িত থাকার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

২২ ফেব্রুয়ারি কাদের খাঁনকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার পর তার দেওয়া তথ্য অনুয়ায়ী তার বাড়ি থেকে একটি পিস্তুল, ছয় রাউন্ড গুলি ও ম্যাগজিন উদ্ধার করে পুলিশ। এর আগে কাদের খান একটি পিস্তুল ও ১০ রাউন্ড গুলি সুন্দরগঞ্জ থানায় জমা দিয়েছিলেন।

/এমডিপি/