পাটগ্রাম সীমান্তে এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

সীমান্তলালমনিরহাটের পাটগ্রাম উপজেলার খেংটি (মাস্টারপাড়া) সীমান্তে নুরুজ্জামান (২২) নামে এক বাংলাদেশি গরু রাখালকে মঙ্গলবার ভোরে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
নুরুজ্জামান পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের খেংটি (মাস্টারপাড়া) এলাকার বাসিন্দা।

বিজিবি ও এলাকাবাসী সূত্র জানায়, মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে গরু আনতে ৮৪৩ নম্বর আর্ন্তজাতিক সীমানা পিলার অতিক্রম করে ভারতে ঢোকে নুরুজ্জামান। এ সময় ওঁৎ পেতে থাকা ভারতীয় কুচবিহার-৬১ বিএসএফ ব্যাটালিয়নের পানিশালা ক্যাম্পের টহলদল তাকে আটক করে নিয়ে যায়। এ ঘটনায় বিজিবি কড়া প্রতিবাদ জানিয়ে বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের আহ্বান জানিয়েছে।

এ ব্যাপারে লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল গোলাম মোর্শেদ সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বুড়িমারী কোম্পানি কমান্ডার সুবেদার ফোরকানুল হক ও ভারতীয় কুচবিহার-৬১ বিএসএফ ব্যাটালিয়নের চ্যাংরাবান্ধা কোম্পানি কমান্ডার সুবেদার সেতারাম সিংহ পতাকা বৈঠক করছেন। বৈঠক শেষে বিস্তারিত জানানো হবে।’  

/বিএল/