খুনের পর রেললাইনে দুই হোটেল শ্রমিকের লাশ!

নীলফামারীনীলফামারীতে দুই হোটেল শ্রমিককে হত্যা করে রেললাইনের ওপর ফেলে পালিয়েছে দুর্বৃত্তরা। সৈয়দপুর জিআরপি থানা পুলিশ লাশগুলো উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।  

বুধবার (২২ মার্চ) সকালে জেলার ডোমার উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের ছিলাহাটি রেলস্টেশন থেকে প্রায় ১ কিলোমিটার দূরে এই ঘটনা ঘটে। জোড়াবাড়ীর মাঝপাড়া ও সওদাগড় পাড়া গ্রামের সীমারেখার মধ্যে রেললাইনের ওপর লাশদুটি পাওয়া যায়।

পুলিশ জানায়, দুই হোটেল শ্রমিকের মধ্যে একজনের বয়স আনুমানিক ১৮ ও অপরজনের বয়স ১৬ হবে বলে ধারণা হরা হচ্ছে। একজনের পড়নে কালো রংয়ের প্যান্ট ও হলুদ টিশার্ট। তার মুখে কালি মাখানো ও শরীরে ধারালো অস্ত্রের আঘাতের দাগ রয়েছে। অপরজনের পড়নে ছাই রংয়ের টিশার্ট। সেখানে লেখা রয়েছে ইসলামী ছাত্র আন্দোলন। তাদের পকেটে সৈয়দপুর উপজেলা হোটেল ও রেস্তোরার মালিক সমিতির চাঁদা আদায়ের ২০ টাকার রশিদ পাওয়া গেছে। রশিদে মঈন উদ্দিন ও রাব্বী নাম লেখা রয়েছে। তবে বুধবার বিকাল নাগাদ তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয়রা ধারণা করছেন, হোটেল শ্রমিক দুইজন ট্রেনে কাটা পরেনি। তাদের হত্যা করে রেললাইনে লাশ রেখে দুর্বৃত্তরা পালিয়ে গেছে। পরে এলাকাবাসী লাশ দুটি দেখতে পেলে খবরটি ছড়িয়ে পড়ে।

জেলা পরিষদের ১নং ওয়ার্ড সদস্য আতাউর রহমান ও জোড়াবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান আবুল হাসান জানান, ‘ছেলে দুটি আমাদের এলাকার নয়। তাদের হত্যার পর রেললাইনের ওপর ফেলে রাখা হয়।’

সৈয়দপুর জিআরপি (রেল পুলিশ) থানার ওসি একেএম লুৎফর রহমান বলেন, ‘ঘটনাটি রহস্যজনক। লাশ দুইটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে। লাশের  পকেটে থাকা সৈয়দপুর হোটেল সমিতির চাঁদার রশিদে যে নাম দুটি রয়েছে সেই তথ্য ধরে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

/এফএস/

আরও পড়ুন- 

বিচারকের স্বাক্ষর জাল করে ১০৬ আসামিকে মুক্তি, পেশকারসহ ৫ জনের কারাদণ্ড
মোবাইল ফোনের টাওয়ারের রেডিয়েশন স্বাস্থ্যের জন্য ক্ষতিকর