কুড়িগ্রাম সীমান্তে ২২টি ভারতীয় গরু আটক করেছে বিজিবি

কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার বাগভান্ডার সীমান্তে অভিযান চালিয়ে ২২টি ভারতীয় গরুসহ ২জনকে আটক করেছে বিজিবি। মঙ্গলবার সকাল ১০টার দিকে বাগভান্ডার বিওপির নায়েব সুবেদার মো. আলাউদ্দীনের নেতৃত্বে একটি টহল দল এই অভিযান পরিচালনা করে।

গরুসহ আটক ২ জনটহল দলটি গোপন সংবাদের ভিত্তিতে আন্তর্জাতিক পিলার নং ৯৬৩ থেকে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে খয়বরের মোড়ে অবস্থান নেয়। পরে ২টি ইঞ্জিনচালিত ভটভটির মধ্যে গরু নিয়ে আসার সময় টহলদলকে দেখা মাত্রই ভটভটি থামিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ২ জনকে আটক করে বিজিবি। পরে সেখান থেকে ২টি ইঞ্জিনচালিত ভটভটি থেকে ২২টি ভারতীয় গরু আটক করে।

আটকরা হলেন- ভুরুঙ্গামারী উপজেলার পাথরডুবি গ্রামের মোহর আলীর পুত্র মো. মনির হোসেন (২৫) এবং মো. ফনির হোসেন (২২)। জব্দকৃত ভটভটি এবং গরুর মূল্য প্রায় ১১ লাখ ৫০ হাজার টাকা।

৪৫ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আউয়াল উদ্দীন আহমেদ জানান, আটক ব্যক্তিদের ভুরুঙ্গামারী থানায় সোপর্দ এবং জব্দকৃত ভটভটি এবং গরু কাস্টমস অফিসের প্রতিনিধির উপস্থিতিতে নিলামের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

/এমও/