নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় মামা-ভাগ্নে নিহত, আহত ৬

নীলফামারীনীলফামারীর জলঢাকায় সড়ক দুর্ঘটনায় মামা-মাগ্নে নিহত হয়েছে। এ ঘটনায় আরও ৬ জন আহত হয়েছেন। তাদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার ভোর ৪টার দিকে জলঢাকা উপজেলা শহরের রংপুর সড়কের পেট্রোল পাম্প এলাকায় এ ঘটনা ঘটে।

জলঢাকা থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, ডিমলার গয়াবাড়ি ইউনিয়নের সঠিবাড়ি গ্রামের রফিকুল ইসলাম (৩৮) ও তার ভাগ্নে উপজেলার পূর্বছাতনাই গ্রামের লোকমান হোসেন (২৫)।

এসআই মিজানুর রহমান জানান, ভোরে ওই পেট্রোল পাম্প এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন থেকে একটি দ্রুতগামী মাইক্রোবাস ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসের সামনের অংশ দুমড়েমুচরে যায়। পরে জলঢাকা থানা পুলিশ ও ফায়ার সার্ভিস যৌথভাবে উদ্ধার অভিযান চালিয়ে মাইক্রোসবাস থেকে নিহত ওই দুজন ও আহত ৬ ছয়জনকে উদ্ধার করে। তবে ঘটনার পর মাইক্রোবাস চালককে খুঁজে পাওয়া যায়নি।

জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান জানান,মাইক্রোবাস ও ট্রাকটি জব্দ করা হয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

/এমডিপি/