একদিন বন্ধ থাকার পর হিলিতে আমদানি-রফতানি শুরু

 

01ভারতীয় ট্রাক চালককে মারধরের ঘটনায় একদিন বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে দু’দেশের মধ্যে পণ্য আমদানি-রফতানি বাণিজ্য শুরু হয়েছে। মঙ্গলবার (৩০ মে) সকাল ১০টায় ভারত থেকে পণ্যবাহী ট্রাক দেশে প্রবেশের মধ্য দিয়ে পণ্য আমদানি-রফতানিসহ বন্দরের সব কার্যক্রম শুরু হয়।

বাংলা হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট আ্যসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুর রেজা শাহিন জানান, সোমবার (২৯ মে) সকালে ব্যক্তিগত পণ্য আনা নেওয়াকে কেন্দ্র করে ভারতীয় ট্রাক চালক বিমল সরকার ও বন্দরের নিরাপত্তাকর্মী পান্নার সঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে দু’জনের মধ্যে মারামারির ঘটনা ঘটে।

এ খবর ছড়িয়ে পড়লে চালকরা বন্দরের পণ্য প্রবেশগেটে খালি ট্রাক দিয়ে বেরিক্যাড দেয়। এ কারণে সোমবার সকাল থেকে বন্দর দিয়ে আমদানি রফতানি বাণিজ্য কার্যক্রম বন্ধ হয়ে যায়।

তিনি আরও জানান, এ ঘটনায় সোমবার বিকালে বিষয়টি নিয়ে সিঅ্যান্ডএফ এজেন্ট আ্যসোসিয়েশনে ভারত ও বাংলাদেশের সিঅ্যান্ডএফ এজেন্ট ব্যবসায়ী, বন্দর কর্তৃপক্ষ ও ভারতীয় ট্রাক চালকদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে দায়ী নিরাপত্তা কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া ও আহত চালককে চিকিৎসার ব্যবস্থাসহ পরবর্তীতে এ ধরনের ঘটনা ঘটবেনা বলে আ্যসোসিয়েশনের পক্ষ থেকে আশ্বস্ত করা হলে চালকরা বেরিক্যাড তুলে নেয়। কিন্তু সময় না থাকার কারণে সোমবার বন্দর দিয়ে আমদানি রফতানি বাণিজ্য শুরু হয়নি।

মঙ্গলবার সকাল থেকে হিলি স্থলবন্দর দিয়ে পুনরায় দুদেশের মধ্যে আমদানি রফতানি বাণিজ্যসহ বন্দরের ভেতরের কার্যক্রম শুরু হয়েছে।

/এআর/