নীলফামারীতে ঈদের প্রধান জামাত সকাল পৌনে ৯টায়

নীলফামারীনীলফামারীতে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত জেলা শহরের কেন্দ্রিয় ইদগাহ ময়দানে সকাল পৌনে ৯টায় অনুষ্ঠিত হবে। এর আগে জেলার প্রথম জামাত নীলফামারী পুলিশ লাইন ইদগাহ মাঠে সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে।

জেলা প্রশাসক মোহাম্মদ খালেদ রহীম এ তথ্য নিশ্চিত করেছেন।

এছাড়া সকাল ৯টায় ঈদের জামাত সার্কিট হাউস ইদগাঁহ মাঠ, কুখাপাড়া ধনীপাড়া ইদগাঁহ মাঠ এবং একই সময় বাড়াইপাড়া নতুন জামে মসজিদ ইদগাঁহ মাঠে অনুষ্ঠিত হবে।

সকাল ৯টা ১৫ মিনিটে জেলা শহরের জোরদরগাঁ ইদগাহঁ মাঠে, গাছবাড়ি পঞ্চপুকুর ইদগাঁহ মাঠে সকাল সাড়ে ৯টায়, কলেজ স্টেশন ইদগাঁহ মাঠ সাড়ে ৯টায় ও মুন্সীপাড়া আহলে হাদিছ ইদগাহঁ মাঠে ৯টা ১৫ মিনিটে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

এছাড়া জেলখানা ও সদর উপজেলার অন্যান্য জায়গায় যেখানে ইদগাহ মাঠ রয়েছে, সেখানে সংশ্লিষ্ট ইদগাঁহ কমিটি তাদের নিজস্ব ব্যবস্থাপনায় ঈদের নামাজের সময়সূচি নির্ধারণ করবেন।

/এমডিপি/