ফুলবাড়ী থেকে জিআর এর ৭৮ মেট্রিক টন চাল ফেরত

কুড়িগ্রামবিতরণ উপযোগী প্রতিষ্ঠান না থাকায় কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্যের বিশেষ বরাদ্দের জিআর এর ৭৮ মেট্রিক টন চাল কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা থেকে ফেরত পাঠিয়েছে প্রশাসন। বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবেন্দ্র নাথ উরাঁও।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অধীনে কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য মো. তাজুল ইসলাম চৌধুরীর বিশেষ বরাদ্দের জিআর প্রকল্পের চাল বিতরণের জন্য তালিকাভুক্ত বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান ও এতিমখানা সরেজমিন পরিদর্শন করা হয়। প্রায় ৩৫টি প্রতিষ্ঠানের অস্তিত্ব ও বরাদ্দ প্রাপ্তির যোগ্যতা যাচাই করতে বলা হলে বেশ কিছু প্রতিষ্ঠানের অস্তিত্ব পাওয়া যায়নি। কিছু প্রতিষ্ঠানের বর্তমান অবস্থা জিআর এর চাল বিতরণের নীতিমালা অনুযায়ী সামঞ্জস্যপূর্ণ না হওয়ায় বরাদ্দকৃত চাল ফেরত দেওয়া হয়।এছাড়া কয়েকটি প্রতিষ্ঠান টিআর ও কাবিখা প্রকল্পের সুবিধা ভোগ করায় এবং অর্থ বছরের শেষ মুহূর্তে বরাদ্দ সংক্রান্ত পত্র পাওয়ায় তা বিতরণ করা সম্ভব হয়নি বলে জানান তিনি।

আগামী অর্থ বছরের জন্য নবায়ন করে বরাদ্দ দেওয়া হলে তদন্ত সাপেক্ষে বরাদ্দকৃত চাল বিতরণ করা হবে বলেও জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা।

/বিএল/