নীলফামারীতে আওয়ামী লীগ ও বিএনপি’র বিরুদ্ধে বাম মোর্চার বিক্ষোভ সমাবেশ

৫৭ ও ৫৪ ধারা বাতিলসহ আওয়ামী লীগ ও বিএনপি’র জোট-মহাজোটের দুঃশাসন ও লুটপাটের বিরুদ্ধে বিক্ষোভ ও সমাবেশ করেছে সিপিবি-বাসদ গণতান্ত্রিক বাম মোর্চা। বুধবার (৯ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে নীলফামারীর কালিবাড়ি মোড় থেকে তাদের মিছিল বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে চৌরঙ্গী মোড়ের স্মৃতি অম্লান চত্বরে সমাবেশে মিলিত হয়।

বিক্ষোভ মিছিলএ সময় জেলা সিপিবির সভাপতি আতিয়ার রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক শ্রীদাম দাস, বাসদ নেতা ইউনূছ আলী, ক্ষেতমজুর সমিতির নেতা সরণী বিশ্বাস, সিপিবি নেতা প্রিন্স চাকলাদার, গোপাল রায় ও জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি কমল সরকার প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, ‘আওয়ামী লীগ ও বিএনপি দেশ চালাতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। গণতন্ত্র ও সাধারণ মানুষের অধিকার এই দল দুটির কাছে নিরাপদ নয়। তারা মুক্তিযুদ্ধের চেতনা ভুলুণ্ঠিত করে জনগণের সম্পদ লুটপাট করেছে। আওয়ামী লীগ ও বিএনপি নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে সাম্প্রদায়িক উস্কানি ছড়িয়ে দিচ্ছে।’

এ সময় ঘুষ, দুর্নীতি, লুটপাট, অর্থপাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে ৫৭ ও ৫৪ ধারা বাতিলের দাবি জানায় সিপিবি-বাসদ গণতান্ত্রিক বাম মোর্চা।

/জেএইচ/