মঙ্গলবার হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ

হিলিআগামীকাল মঙ্গলবার (১৫ আগস্ট) বাংলাদেশের জাতীয় শোক দিবস ও ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে দু’দেশের মধ্যে পণ্য আমদানি-রফতানি বাণিজ্যসহ বন্দরের ভেতরের সব কার্যক্রম বন্ধ থাকবে। তবে এসময় হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দু’দেশের মাঝে পাসপোর্টে যাত্রী পারাপার কার্যক্রম চালু থাকবে।
বাংলা হিলি কাস্টম সিঅ্যান্ডএফ এজেন্ট আ্যসোসিয়েশনের সচিব মো.শাহিনুর ইসলাম শাহিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আগামীকাল জাতীয় শোক দিবস। এ উপলক্ষে সরকারি ছুটি থাকায় হিলি স্থলবন্দর দিয়ে দু’দেশের পণ্য আমদানি-রফতানি বাণিজ্যসহ বন্দরের ভেতরে ট্রাক হতে পণ্য ওঠা-নামা, পন্য ডেলিভারি দেওয়াসহ বন্দরের ভেতরের সব কার্যক্রম পুরোপুরি বন্ধ থাকবে। সেই সঙ্গে আগামীকাল ভারতের স্বাধীনতা দিবস, সে উপলক্ষে ভারতীয় রফতানিকারক আ্যসোসিয়েশনের সাধারণ সম্পাদক স্বর্ন মজুমদার বন্দর দিয়ে কোনও ধরনের পন্য আমদানি-রফতানি না করার কথা জানিয়েছেন।বুধবার সকাল থেকে বন্দর দিয়ে দু’দেশের মধ্যে পণ্য আমদানি-রফতানিসহ বন্দরের ভেতরের সব কার্যক্রম পুনরায় শুরু হবে।
হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন জানান, বাংলাদেশের জাতীয় শোক দিবস ও ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দু’দেশের মাঝে পাসপোর্টে যাত্রি পারাপার কার্যক্রম চালু থাকবে।
/এআর/