বন্যাদুর্গতদের সাহায্যার্থে একসঙ্গে কাজ করার আহ্বান বিজিবি মহাপরিচালকের

বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেনবন্যাদুর্গতদের সাহায্যার্থে ও দুর্যোগ মোকাবিলায় সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেন। বৃহস্পতিবার (১৭ আগস্ট) সকালে দিনাজপুরের বিরল উপজেলার কামদেবপুর সীমান্ত এলাকায় বন্যার্ত এলাকা পরিদর্শন শেষে তিনি এ আহ্বান জানান।
তিনি বলেন, `আমরা সবাই প্রতিবেশী। প্রধানমন্ত্রী এ দেশকে সোনার বাংলা গড়ার জন্য চেষ্টা করে যাচ্ছেন। তার উদ্দেশ্য, সবাই যেন মিলেমিশে সুন্দরভাবে দুর্যোগ মোকাবেলা করে।’

তিনি আরও বলেন, ‘প্রশাসনের একটি অংশ হিসেবে ও সরকারের সংস্থা হিসেবে বিজিবি দুর্গতদের পাশে রয়েছে। বিজিবি’র সদস্যসরা সবাই মিলে দুর্যোগ মোকাবিলা করতে কাজ করছে। ভবিষ্যতে প্রয়োজন হলেই বিজিবি সাধ্যমতো কাজ করবে।’

এর আগে বিজিবি’র মহাপরিচালক ওই এলাকা পরিদর্শন করেন ও বন্যার্তদের খোঁজ-খবর নেন। পরে তিনি বন্যার্ত মানুষদের মধ্যে ত্রাণ বিতরণ করেন। এ সময় জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম ও বিজিবি’র রংপুর রিজিয়ন কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল একেএম সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।

/এআর/