প্রধানমন্ত্রীর দিনাজপুর সফর উপলক্ষে সব প্রস্তুতি সম্পন্ন

প্রধানমন্ত্রী

বন্যার্ত মানুষের খোঁজ-খবর নিতে ও তাদের মাঝে ত্রাণ বিতরণ করতে আগামী ২০ আগস্ট (রবিবার) দিনাজপুরে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে জেলার পুলিশ প্রশাসনের সব ধরনের ছুটি বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকেই এসএসএফের সদস্যরা সম্ভাব্য স্থানের নিরাপত্তা পরিদর্শন করতে শুরু করেছেন। এছাড়াও শুক্রবার দিনাজপুরে আসছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন মায়া।

দিনাজপুরের জেলা প্রশাসক মীর খায়রুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ওই দিন সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী হেলিকপ্টারে করে দিনাজপুর গোর-এ শহীদ বড় ময়দানে নির্মিত হেলিপ্যাডে অবতরণ করবেন। সকাল ১১টায় জিলা স্কুল আশ্রয়কেন্দ্রে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করবেন। পরে তিনি বন্যা পরিস্থিতির পরিদর্শন করে বিরল উপজেলার তেঘরা উচ্চ বিদ্যালয়ে আশ্রয় কেন্দ্রে গিয়ে ত্রাণ বিতরণ করবেন। ওই দিনই দুপুর আড়াইটায় তিনি কুড়িগ্রাম জেলার উদ্দেশ্যে রওনা দিবেন। পরে সেখানে তিনি ছিনাই ইউনিয়ন ভুমি অফিস সংলগ্ন খেলার মাঠে নির্মিত হেলিপ্যাডে অবতরণ করে পাঙ্গা হাইস্কুল মাঠে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করবেন।

এছাড়াও আগামী শনিবার দিনাজপুরে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের আসার কথা রয়েছে।

/জেবি/

আরও পড়তে পারেন: নাটোরে আত্রাই নদীর পানি বিপদসীমার ৪৯ সে.মি. ওপর দিয়ে প্রবাহিত