হিলিতে ২ লাখ ৩০ হাজার পিস নিষিদ্ধ গরু মোটা তাজাকরণ বড়ি উদ্ধার

HILI BORDER PIC 1৩৩৩

দিনাজপুরের হিলি সীমান্তের নওপাড়া এলাকা থেকে ৬৯ লাখ টাকা মূল্যের ভারতীয় নিষিদ্ধ ২ লাখ ৩০ হাজার পিস গরু মোটা তাজাকরণ ‘প্রাকটিন’ বড়ি উদ্ধার করেছে বিজিবি। শুক্রবার ভোর রাতে এসব ট্যাবলেট উদ্ধার করা হয়।

বিজিবি হিলির বাসুদেবপুর ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার জুলফিকার আলী বাংলা ট্রিবিউনকে জানান, ভারত থেকে ট্যাবলেট পাচার করে দেশে আনা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ দল শুক্রবার ভোর রাতে হিলি সীমান্তের নওপাড়া এলাকায় অভিযান চালায়। এসময় চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা সেখান থেকে পরিত্যাক্ত অবস্থায় ২লাখ ৩০ হাজার পিস প্রাকটিন বড়ি উদ্ধার করে। উদ্ধারকৃত বড়ির মূল্য ৬৯ লাখ টাকা। বড়িগুলো হিলি শুল্ক গুদামে জমা দেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন।

/জেবি/

আরও পড়তে পারেন: বানের পানিতে খাদ্য সংকট, মরছে হাঁস