ব্রিজ ভেঙে যাওয়ায় হিলি দিয়ে পেঁয়াজ-কাঁচা মরিচ আমদানি বন্ধ

হিলি স্থলবন্দর

ভারতের অভ্যন্তরে ব্রিজ ভেঙে যাওয়ায় দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ ও কাঁচা মরিচ আমদানি বন্ধ রয়েছে। তবে বন্দর দিয়ে চালসহ অন্যান্য পণ্যের আমদানি স্বাভাবিক রয়েছে।

হিলি স্থলবন্দর আমদানি রফতানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশীদ হারুন বাংলা ট্রিবিউনকে জানান,বন্যার কারণে ১৬ আগস্ট ভারতের গঙ্গারামপুর নামক স্থানে প্রধান সড়কের ব্রিজ ভেঙে যাওয়ায় কোনও পণ্যবাহী ট্রাক হিলির দিকে আসতে পারছে না। ফলে ১৭ আগস্ট থেকে হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ ও কাঁচা মরিচের আমদানি বন্ধ হয়ে যায়। তবে ভারতের হিলি পার্কিংয়ে চালসহ অন্যান্য পণ্যের বেশ কিছু ট্রাক আটকা রয়েছে। এখন বন্দর দিয়ে শুধু পার্কিংয়ে আটকে থাকা সেসব পণ্যই আমদানি হচ্ছে। বর্তমানে পেঁয়াজসহ অন্যান্য পণ্য সোনা মসজিদসহ অন্যান্য বন্দর দিয়ে আমদানি করতে হচ্ছে। ভারতীয় ব্যবসায়ীরা আমাদের জানিয়েছেন ভারতের গঙ্গারামপুরের ক্ষতিগ্রস্থ সেই ব্রিজটি সংস্কারের কাজ চালাচ্ছে সেনাবাহিনী। সংস্কার কাজ শেষে আগামী রবিবার বা সোমবার থেকে সেটি চলাচলের জন্য খুলে দেওয়া হবে। ব্রিজটি খুলে দেওয়া হলে সেসময় বন্দর দিয়ে আবারও দুদেশের মাঝে পেঁয়াজ, কাঁচা মরিচসহ সব পণ্যের আমদানি রফতানি বাণিজ্য স্বাভাবিক গতিতে শুরু হবে।

/এসটি/