ঠাকুরগাঁওয়ে মালবাহী ট্রাক-কোচ সংঘর্ষে আহত - ১০

ঠাকুরগাঁওয়ে একটি কোচ ও মালবাহী ট্রাকের মুখোমুখী সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। আহতদের ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে আনা হলে গুরুতর আহত ট্রাক ড্রাইভার ও হেল্পারকে রংপুর মেডিক্যাল  কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। গাড়িতে আটক পড়া কোচ ড্রাইভারকে উদ্ধার করতে ঠাকুরগাঁও ফায়ার সার্ভিস স্থানীয়দের সাহায্য নিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সদর উপজেলার বিনোদন কেন্দ্র বলাকা উদ্যান সংলগ্ন ঢাকা-ঠাকুরগাঁও হাইওয়েতে বেলা ২টা ১৫ মিনিটে ঢাকা থেকে আসা তানজিল পরিবহনের একটি কোচ ও ঢাকার দিকে যাওয়া মালবাহী একটি ট্রাকের মুখোমুখী সংঘর্ষ হয়। এতে কমপক্ষে ১০ জন আহত হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। কোচ ড্রাইভার গাড়ির স্টিয়ারিং এর সঙ্গে আটকা পড়েছিলেন। গাড়ি দুইটি দুমড়ে মুচড়ে উল্টে গেছে।

গুরুতর আহত ট্রাক ড্রাইভার ও হেলপারকে রংপুর মেডিক্যাল কলেজে হাসপাতালে রেফার্ড করা হয়েছে। তাদের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন সদর হাসপাতালের আরএমও ডা. সুব্রত কুমার।

ঠাকুরগাঁও সদর থানার ওসি মশিউর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পুলিশ পাঠানো হয়েছে।

ঢাকা-ঠাকুরগাঁও হাইওয়ের দু’পাশে শত শত গাড়ি আটকা পড়ে আছে।

আরও পড়তে পারেন: এলজিইডির অধীনে ২ হাজার কোটি টাকার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন